বেনা‌পোল স্বর্ণের বারসহ আটক ১

ভারতে পাচারের সময় যশোরের ‌বেনা‌পোল সীমান্ত থেকে আটটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 06:14 AM
Updated : 13 Nov 2019, 06:32 AM

বুধবার সকালে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে একটি মাহেন্দ্র থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক রবিউল ইসলাম (৩৫) যশোর সদরের আর এন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।

যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোস্টের হাবিলদার শফিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব‌লেন, গোপনে খবর পেয়ে  বিজিবি সদস্যরা যশোর থেকে বেনাপোলমুখী একটি মাহেন্দ্রতে তল্লাশি করে সন্দেহভাজন হিসেবে রবিউলকে আটক করে।

“পরে তার শরীরে তল্লাশি করা হলে প্যান্টের বেল্ট থেকে আটটি স্বর্ণের বার পাওয়া যায়।”

যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বলেন, “স্বর্ণের বারগুলোর ওজন ৭৮৫ গ্রাম; যার বাজারমূল্য ৪২ লাখ ৩৯ হাজার টাকা। ”

এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা এবং উদ্ধার করা স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা জানান।