চালককে কুপিয়ে জখমের প্রতিবাদে ঝিনাইদহে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ঝিনাইদহে এক মাইক্রোবাস চালককে কুপিয়ে জখম করার প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধে তিন ঘণ্টা জেলায় যান চলাচল বন্ধ ছিল।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 05:15 AM
Updated : 13 Nov 2019, 05:15 AM

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, বুধবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পরিবহন শ্রমিকেরা জেলা শহরে রাস্তা অবরোধ করে রাখে।    

“এতে ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।”

ওসি বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে পলাশ নামে এক মাইক্রো বাসচালক শহরের মাওলানা ভাষানী সড়কে ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর পিএস কামাল হোসেনের অফিসে ভাড়া আনতে যান।

“এ সময় কয়েকজন দুর্বৃত্ত অফিসে ঢুকে কামাল ও পলাশকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।“

এ খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করে; পরে জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নিলে তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ওসি।