
বেনাপোলে শুল্ক ভবনের লকার থেকে সোনা চুরি
বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2019 01:28 AM BdST Updated: 12 Nov 2019 09:05 PM BdST
যশোরের বেনাপোল শুল্ক ভবনের 'গোপনীয় লকার' থেকে ১৯ কেজি ৩৮৫ গ্রাম স্বর্ণ চুরির কথা জানিয়েছে শুল্ক ভবন কর্তৃপক্ষ।
এই চুরিতে জড়িত সন্দেহে পাঁচ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।
তারা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা শাহাবুল সরকার, কাস্টমস সিপাহি পারভেজ আলম, পিয়ন আজিবর রহমান, মহব্বত আলি ও সুরত আলী।
তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বেনাপোল পোর্ট থানায় নিয়েছে সিআইডি।
ওই লকারে শুল্ক বিভাগ, শুল্ক গোয়েন্দা, বিজিবি ও পুলিশের উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা স্বর্ণ, বৈদেশিক মুদ্রা, কষ্টিপাথরসহ মূল্যবান দলিলপত্র ছিল।
সোমবার সন্ধ্যায় ডিবি, সিআইডি, পিবিআই, র্যাব ও বেনাপোল পোর্ট থানার কর্মকর্তারা ওই কক্ষে (লকার রুম) যান। তারা সেখানে হাত-পায়ের ছাপ সংগ্রহ করেন।
যশোর ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পরিদর্শক সৈয়দ মামুন হোসেন, র্যাব কর্মকর্তা কামরুজ্জামান, আতিকুর রহমান, বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, এআরও জিএম আশরাফ ও বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি মামুন খান এসময় উপস্থিত ছিলেন ।
পুরাতন শুল্ক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে ‘গোপনীয় লকার’ । সেখানে সিসি ক্যামেরার তার কেটে এই চুরি হয় বলে জানান শুল্ক কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, “কক্ষের সিসি ক্যামেরার তারের সংযোগ বিছিন্ন করে সরকারি কোষাগারের লকার খুলে চুরি করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধান করে ১৯ কেজি ৩৮৫ গ্রাম স্বর্ণ কম পাওয়া গেছে। অন্যান্য বিষয় তদন্ত শেষে জানানো হবে।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে ভাংচুর
- ভোলায় মামাত ভাইয়ের হাতে খুন হন নসু: পুলিশ
- সাতক্ষীরায় অস্ত্র-মাদকসহ ২ যুবক আটক
- চরের পতিত জমিতে হাঁস পেলে স্বাবলম্বী মেঘনা পাড়ের দেলোয়ার
- ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ-হত্যায় সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- রাবি ছাত্রলীগের বিরুদ্ধে ঠিকাদারি কাজে চাঁদা দাবির অভিযোগ
- ‘বাল্যবিয়ের ভয়ে কিশোরীর পলায়ন’, প্রবাসীর নামে অপহরণ মামলা
- সাব্বিরের এতদিনে জাতীয় দলে জায়গা পাকা করার কথা: গিবসন
- ওই রাজাকারদের নাম বললে আমার দেশে আসা হবে না: গাফফার চৌধুরী
- ‘মুজিববর্ষে’ আসছে ২০০ টাকার নোট
- হেটমায়ারের ব্যাটিং তাণ্ডবে তছনছ ভারত
- বিপিএলের ঢাকা পর্ব যেমন কাটল দেশের ক্রিকেটারদের
- যে রেকর্ড শুধুই আবিদ আলির
- শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল
- শাবনূরকে নিয়ে আজিজের ফাঁকা বুলি
- গাজীপুরে ফ্যান কারখানার আগুনে গেল ১০ প্রাণ
- ধনাঞ্জয়ার ৫ দিনে সেঞ্চুরি, আবিদের ইতিহাস