পার্কের হারিয়ে যাওয়া হরিণ উদ্ধার ফকিরহাটে

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভৈরব নদের চর থেকে একটি মায়াবী হরিণ উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 07:19 PM
Updated : 11 Nov 2019, 07:19 PM

হরিণটি সুন্দরবনের নয় বলে বন বিভাগ জানানোর পর একটি পার্ক কর্তৃপক্ষ এটি তাদের হারিয়ে যাওয়া প্রাণী বলে দাবি করেন। পরে তাদের কাছে হরিণটি তুলে দেওয়া হয়।

স্থানীয়দের সহায়তায় সোমবার সকালে উপজেলার আট্টাকা এলাকার ভৈরব নদের চর থেকে ফকিরহাট মডেল থানার পুলিশ হরিণটি উদ্ধার করে।
উদ্ধারের পর হরিণটিকে থানা হেফাজতে নেওয়া হয়।

ফকিরহাটের যে এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়, তা সুন্দরবন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহামুদুল হাসান বলেন, ফকিরহাটে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। পুলিশ তাদের জানিয়েছে, উদ্ধার হওয়া হরিণটি বাগেরহাটে সদর উপজেলা খানপুর ইউনিয়নের হাকিমপুর এলাকার চন্দ্রমহল নামের একটি বেসরকারি পার্কের। কয়েকদিন আগে ওই পার্ক থেকে হরিণটি হারিয়ে যায়।

“যেহেতু হরিণটির মালিক ওই পার্ক তাই আমরা হরিণটি আনতে আনতে যাইনি,” বলেন এই বন কর্মকর্তা।

তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হরিণটি হারিয়ে যাবার পর পার্ক কর্তৃপক্ষ বনবিভাগকে জানায়নি।”

তবে এ বিষয়ে জানতে ‘চন্দ্রমহল’ নামের ওই পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় হরিণটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। চন্দ্রমহল পার্ক কর্তিপক্ষ হরিণটি তাদের বলে দাবি করে। তারা হরিণটির মালিকানার বৈধ কাগজপত্র প্রদর্শন করেছে। পরে হরিণটির চিকিৎসার ও সুস্থতার জন্য পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”