জাতীয় বিশ্ববিদ্যালয়: ২য় বর্ষ সম্মান পরীক্ষার নতুন সূচি

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 03:21 PM
Updated : 11 Nov 2019, 03:21 PM

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম জানান, গত ৯ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী সময়সূচিও প্রকাশ করা হয়।

“কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত ৮ নভেম্বর ও ১০ নভেম্বরের দুইটি পৃথক বিজ্ঞপ্তিতে ২০১৯ সালের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ৯ ও ১১ নভেম্বরের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়।”

তিনি বলেন, সোমবার আরেক বিজ্ঞপ্তিতে ওই পরীক্ষার পুরাতন সময়সূচি বাদ দিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

“নতুন সময়সূচি অনুয়ায়ী দ্বিতীয় বর্ষের এই পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর, যাতে ৯ ও ১১ নভেম্বরের স্থগিত হওয়া পরীক্ষাও সমন্বয় করা হয়েছে।”

ফজলুল করিম বলেন, নতুন সূচিতে প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) I (www.nubd.info/202)  থেকে জানা যাবে।