ভোলায় ট্রলারডুবি: নিখোঁজ আরও ১০

ভোলায় ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে মেঘনা নদীতে মাছধরা ট্রলারডুবিতে এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 12:28 PM
Updated : 11 Nov 2019, 04:34 PM

রোববার দুপুরে মেঘনা নদীর ভোলা-বরিশাল সীমান্তবর্তী এলাকায় ২৪ জেলেসহ এ ট্রলারডুবি হয়। এতে একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে ১০ জনকে উদ্ধার করা হয়। পরে আরও তিনজন উদ্ধার হন।

কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, দুপুরে ২৪ জন জেলে চাঁদপুরে মাছ বিক্রি করে ট্রলারে ভোলার চরফ্যাশনে ফিরছিলেন। পথে মেঘনা নদীর ভোলা-বরিশালের সীমান্তবর্তী এলাকায় ট্রলারটি ডুবে যায়।

“এতে মোরশেদ নামের এক জেলের মৃত্যু হয়। এ পর্যন্ত ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১০ জেলে নখোঁজ রয়েছেন।”

নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান  এই কোস্ট গার্ড কর্মকর্তা।