পিরোজপুরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের পর পিরোজপুরে ‘৩৬ ঘণ্টা’র বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 06:51 AM
Updated : 11 Nov 2019, 06:51 AM

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, “জেলায় ৩৬ ঘণ্টা বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নেই।

“মোবাইলের নেটওয়ার্ক না থাকায় পিরোজপুর জেলার সঙ্গে বাইরের জেলার মানুষের যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে।”

জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ে এ জেলায় তিন হাজার ঘর-বাড়ি এবং প্রায় ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে।

এছাড়া রেবাবার বুলবুল আঘাত হানার পর থেকে জেলায় একজন গাছ চাপায় নিহত এবং দেড় শতাধিক লোক আহত হন বলে জানান তিনি।