মাদারীপু‌রে ‘প্রতিপক্ষের মারধরে আহত’ ইউপি সদস্যের মৃত্যু

মাদারীপুরের এক ইউনিয়ন পরিষদ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; যিনি ‘প্রতিপক্ষের মারধরে’ আহত হয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2019, 09:55 AM
Updated : 10 Nov 2019, 09:58 AM

নিহত আক্কাস খান রাজৈর উপজেলায় পাইকপাড়া ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুর ইসলামের ভাগিনা নাজমুলের সঙ্গে বর্তমান মেম্বার আক্কাস খানের ভাতিজা বাদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এ ঘটনাটি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মিটমাট করা হয়। কিন্তু এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কাস খানকে একা পেয়ে নুর ইসলামের লোকজন তাকে মারধর করে।

এ সময় ভাতিজা বাদল ও শহীদুল নামে একজন আক্কাসকে বাঁচাতে তাদেরও মারধর করা হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এর মধ্যে আক্কাস ও বাদলের শারীরিক অবস্থার অবনতি হলে হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে সেখানে চিকিৎসকদের পরামর্শে আক্কাসকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা চলাকালে রোববার ভোরে আক্কাস খান মারা যান।

এ বিষয়ে ইউপি মেম্বারের ভাতিজা বাদল বলেন, “আমার চাচাকে নুর ইসলাম মেম্বারের লোকজন খুন করেছে।”

রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে।