বুলবুল: চাঁদপুরে গাছ ভেঙে দোকান ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে চাঁদপুরের হাইমচর উপজেলার একটি ইউনিয়নের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2019, 07:01 AM
Updated : 10 Nov 2019, 07:34 AM

নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন সরদার জানান, তার ইউনিয়নের ঈশানবালা চরে রোববার ভোরে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি।

সালাউদ্দিন বলেন, “ঘূর্ণিঝড়ের সময় প্রচণ্ড ঝড়ো বাতাসে ঈশানবালার চরের কয়েকটি গাছপালা ভেঙে পড়ে। এ সময় কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।”

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভারে খারাপ আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে ঢাকাসহ সকল রুটে লঞ্চ চলাচল এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে বিআইডব্লিউটি’র চাঁদপুর বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান।