কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নয়টি আগ্নেয়াস্ত্রসহ একজনকে তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2019, 05:23 AM
Updated : 10 Nov 2019, 05:26 AM

নাটোরের র‌্যাব শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তারাগুনিয়া এলাকায় এ অভিযান চালায়।

গ্রেপ্তার মো.কাফিরুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের আব্দুল শুকুরের ছেলে।

কাফিরুল একজন ‘শীর্ষ অস্ত্র বিক্রেতা’ বলে র‌্যাবের দাবি।

র‌্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান এক সংবাদ সম্মেলনে

বলেন, মাদক পাচারের খবর পেয়ে র‌্যাব সদস্যরা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগুনিয়া এলাকার পল্লী বিদ্যুত কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

“এ সময় ব্যাগ হাতে দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে র‌্যাব একজনকে গ্রেপ্তার করে। তবে বাকি একজন পালিয়ে যায়।”

পরে ওই ব্যাগে তল্লাশি করে দু্ইটি বিদেশী পিস্তল, ছয়টি ওয়ান শুটারগান, একটি কাটা রাইফেল, চারটি ম্যাগাজিন ও ১৪টি গুলি উদ্ধার করো হয় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে তারাগুনিয়া থানায় হস্তান্তর এবং এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।