সৌদিতে নারী শ্রমিকের নির্যাতনের প্রতিবাদ গাইবান্ধায়

সৌদি আরবে নারী গৃহ শ্রমিকদের নির্যাতন বন্ধসহ প্রবাসীদের মর্যাদার দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2019, 02:57 PM
Updated : 9 Nov 2019, 02:57 PM

শনিবার বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধার উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাবেশ করেন প্রতিবাদকারীরা।

গাইবান্ধা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন বলেন, সৌদি আরবে নারী গৃহশ্রমিককে মারধর, যৌন নির্যাতন ও হত্যা বন্ধ এবং সকল প্রবাসী শ্রমিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত, গৃহ শ্রমিকের নামে সৌদি আরবে দেহ ব্যবসায় বাধ্য করানো বন্ধ এবং নারী-শিশু নির্যাতন-হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।

“সেই সঙ্গে নোংরা ওয়েবসাইট বন্ধ, মাদক, জুয়া ও ক্যাসিনোর নামে জুয়া বন্ধ এবং গাইবান্ধার চাঞ্চল্যকর তৃষা হত্যার কুখ্যাত আসামি মেহেদী হাসান মডার্ন কর্তৃক পুনরায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।”

রাষ্ট্রচিন্তার সদস্য অধ্যাপক চিনু কবির, গাইবান্ধা নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সদস্য মিনা আকতার সমাবেশে বক্তব্য দেন।