ধেয়ে আসছে বুলবুল, পটুয়াখালীর উপকূলে বৃষ্টিপাত

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পটুয়াখালীর উপকূলে বৃষ্টিপাত শুরু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2019, 04:22 AM
Updated : 9 Nov 2019, 04:23 AM

শনিবার সকালে পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পায়রা বন্দর থেকে ৩৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম থেকে এগিয়ে আসছে বুলবুল। সেখান থেকে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি।

তিনি জানান, বুলবুলের প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া পটুয়াখালীর উপকূল জুড়ে হালকা-মাঝারি বৃষ্টি হওয়ায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস ও কলাপাড়া রাডার স্টেশন বলে জানানো হয়েছে।

কলাপাড়া রাডার স্টেশনের উচ্চ পর্যবেক্ষক মো. ফিরোজ কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এরই মধ্যে বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলা হলেও ঝড়ের প্রভাবে শনিবার সকাল পর্যন্ত পটুয়াখালীর কোথাও কোথাও মৃদু বাতাস বইলেও দমকা হাওয়ার খবর পাওয়া যায়নি।

তবে জোয়ারের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।

বুলবুলের যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।