সিরাজগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ শহরে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু হয়েছে; অসুস্থহয়ে পড়েছে আরও দুই শ্রমিক।    

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2019, 10:33 AM
Updated : 8 Nov 2019, 10:33 AM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সয়াধানগড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হামিম জানান।

মৃত শফিকুল ইসলাম (২৮) ওই এলাকার মৃত মন্টু শেখের ছেলে।

অসুস্থ দুইজনকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- একই এলাকার ইসমাইল হোসেন (৪২) ও আকাশ (২৫)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা হামিম বলেন, শামসুল হক নামের এক ব্যক্তির মালিকানাধীন বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। দুপুরে তিন শ্রমিক ওই বাড়ির পুরানো একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন।

“এক পর্যায়ে তারা প্রায় ১৫ ফুট গভীরে গেলে ‘বিষাক্ত গ্যাসে’ অসুস্থ হয়ে পড়েন।এ সময় তারা বের হতে না পেরে সেপটিক ট্যাংকের ভেতরেই আটকা পড়েন। “

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর  ব্যবস্থা করে।এ সময় পথেই শফিকুলের মৃত্যু হয় বলে জানান হামিম।