পঞ্চগড়ে মিনিবাস- অটো সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশার চালকসহ সাতজনের প্রাণ গেছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2019, 08:51 AM
Updated : 8 Nov 2019, 03:23 PM

জেলার পুলিশ সুপার মো. ইউসুফ আলী জানান, উপজেলার পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের মাগুরমাড়ি চৌরাস্তায় শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের লাবু ইসলাম (২৭), তার নববিবাহিত স্ত্রী মুক্তি বেগম (১৮), সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চেকড়মারি গ্রামের অটোরিকশার চালক রফিকুল ইসলাম (৪০), রায়পাড়া গ্রামের মাকুদ হোসেন (৪৩), সাহেবিজোত গ্রামের আকবর আলীর স্ত্রী নারগিস (৪২) ও পঞ্চগড় ইউনিয়নের সুড়িভিটা গ্রামের আকবর আলী (৭০) ও তার স্ত্রী নুরিমা বেগম (৬৫)।

পুলিশ সুপার বলেন, “তেতুলিয়ার ভজনপুর থেকে সদরের জগদলমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে আটোরিকশার পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।”

নিহতদের মধ্যে তিনজন নারী চারজন পুরুষ রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।