ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যাবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2019, 07:37 AM
Updated : 8 Nov 2019, 09:28 AM

শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার শিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ নম্বর ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান বলেন, সুমন গরু আনতে ভারতে যায়। শুক্রবার ভোর ৪টার দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতের তিনশ গজ ভেতরে পাখিউড়া ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

“এতে সুমন ঘটনাস্থলে নিহত হন।”

সুমনের লাশ ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হচ্ছে বলে এ বিজিবি কর্মকর্তা জানান। 

শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বর লিয়াকত আলী বলেন, “সুমন আরও কয়েকজনের সঙ্গে গরু আনতে ভারতে গিয়েছিল। ফেরার পথে বিএসএফ তাকে গুলি করে। ”

তার লাশ ভারতীয় এলাকায় পড়ে ছিল। পরে হাঁসখালী থানার পুলিশ তার লাশ নিয়ে যায় বলে জানান তিনি।