খুলনা পলিটেকনিক কোষাধ্যক্ষের ৫ বছরের সাজা

অর্থ আত্মসাতের অপরাধে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ আইয়ুব আলী খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 04:53 PM
Updated : 7 Nov 2019, 04:53 PM

খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাকে ৩৯ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করেছে।

ওই আদালতের পিপি শেখ লুৎফুল কবির মামলার নথির বরাতে বলেন, আইয়ুব আলী খান ২০১৩ সালে ওই ইনস্টিটিউটে কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অবস্থায় ৩৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০১৩ সালের ৩০ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করেন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।

“সাক্ষ্য-প্রমাণ শেষে আইয়ুব আলী খানকে দোষী সাব্যস্ত করে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও আত্মসাৎ করা টাকা জরিমানার রায় দিয়েছে আদালত।”