গাইবান্ধায় পুলিশের গুলিতে আহত ২, আটক ৩

গাইবান্ধায় পুলিশের গুলিতে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আটক হয়েছেন; যারা ডাকাত বলে পুলিশের ভাষ্য।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 02:20 PM
Updated : 7 Nov 2019, 02:20 PM

আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মুজিবর রহমান।

তিনি বলেন, “বুধবার মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে সদর উপজেলার পুলবন্দি এলাকায় অভিযান চালায় পুলিশ। ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়।”

পরে আহত দুইজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।

আহতরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রামের আবুল কালামের ছেলে মেজবাউল হক ওরফে বাউল (৪৫) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাংশা গ্রামের কাজম আলীর ছেলে মধু মিয়া (৪২)।

আটক অন্যজন হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুশিগাড়ী সোনারপাড়া গ্রামের দিলজার আলমের ছেলে তৌফিকুল ইসলাম (৪৮)।

পরিদর্শক মুজিবর বলেন, তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।