রাবিতে স্বননের আবৃত্তি সন্ধ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংগঠন স্বনন তাদের ৩৮তম বর্ষপূর্তি উপলক্ষে কবিতা সন্ধ্যার আয়োজন করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 11:23 AM
Updated : 7 Nov 2019, 11:23 AM

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এটা শুরু হবে। এছাড়া বর্ষপূর্তি উপলক্ষে সকালে শোভাযাত্রার আয়োজন করে সংগঠনটি।

স্বননের আবৃত্তিকার কবি মোহাম্মদ কামাল, আবৃত্তিকার মাসকুরে সাত্তার কল্লোল, কবি নূরুল হুদা শোভাযাত্রায় ছিলেন।

নূরুল হুদা বলেন, “যত দূর পর্যন্ত বাংলা ভাষা তত দূর পর্যন্ত বাংলাদেশ। স্বনন প্রতিষ্ঠালগ্ন থেকে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ঐতিহ্য ধরে রেখেছে। এই ধারা অব্যাহত রেখে যুগ যুগ ধরে এগিয়ে যাক মুক্ত কবিতা চর্চা।”

এ সময় স্বননের আহ্বায়ক আলমগীর হোসেন স্বননের পক্ষ থেকে কবি নূরুল হুদাকে উত্তরীয় পরিয়ে দেন। কবি হুদা তার সর্বশেষ প্রকাশিত শ্রেষ্ঠ ৭০ কবিতার বই স্বননকে দেন।

শুক্রবার সকালে আবৃত্তিকারদের আড্ডা ও সন্ধ্যায় আবৃত্তি সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হবে স্বননের ৩৮তম বর্ষপূর্তির অনুষ্ঠান।