কলহের জেরে হাতুড়ি পেটায় ভায়রাকে হত্যা, কাঠমিস্ত্রির মৃত্যুদণ্ড

কুষ্টিয়া মিরপুরে পারিবারিক কহলের জেরে স্ত্রীর বোনোর জামাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে এক কাঠমিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 09:55 AM
Updated : 7 Nov 2019, 09:55 AM

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত লালন গাজী (৩৫) মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মকবুল গাজীর ছেলে। রায় ঘেষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, পালিবারিক কলহের জেরে ২০১৭ সালের ১৪ মার্চ দুপুরে মিরপুর খন্দরবাড়িয়া পৌর পশুহাটের পানজাবারে লালন তার ভায়রা চেনি মোল্লার মাথায় ও ঘাড়ে হাতুড়ি দিয়ে আঘাত করে।

পরে স্থানীয়রা চেনিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মিরাজুল ইসলাম মেনি মোল্লা বাদি হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ অগাস্ট লালনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত।