সিরাজগঞ্জে দুই ‘অস্ত্র বিক্রেতা’ আটক

সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই অস্ত্র বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 08:52 AM
Updated : 7 Nov 2019, 09:54 AM

বৃহস্পতিবার ভোরে পাবনা সদরের ভারারা ইউনিয়নের কালুপাড়া গ্রামে এবং আগের রাতে সিরাজগঞ্জ সদরের কাদাই এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন পাবনা সদরের ভাওডাঙ্গা কালুপাড়া গ্রামের ইমান আলীর ছেলে মো. আব্দুল ওয়াহাব (৩৫) ও একই উপজেলার খয়ের বাগান গ্রামের আব্দুল হেলাল খানের ছেলে মিজানুর রহমান মিজান (১৯)।

দুপুরে জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার রাত ৮টার দিকে কাদাই এলাকায় সিলভার ডেল পার্কের সামনে থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ ওই দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

“পরে তাদের দেওয়া তথ্যে পাবনার কালুপাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে আরও ২৮টি দেশীয় তৈরি বন্দুক তারা উদ্ধার করেন।”

আটকরা দেশীয় অস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে পুলিশ সুপার জানান।