সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র আশরাফুল হক মারা গেছেন

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শেখ আশরাফুল হক আর নেই।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2019, 05:38 AM
Updated : 7 Nov 2019, 05:38 AM

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় শহরের সুলতানপুরে নিজের বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছেন তার বড় মেয়ে তহুরা খাতুন।

আসর নামাজের শহরের সুলতানপুর ক্লাব মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, শেখ আশরাফুল হক সাতক্ষীরা সড়ক বিভাগে কর্মজীবন শুরু করে অবসরের পর সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন।

তিনি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

তিনি জানান, আশরাফুল প্রথমে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হন। পরে পরপর তিন বার চেয়ারম্যান নির্বাচিত হন।

তৃতীয় মেয়াদে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের পদমর্যাদা পরিবর্তন করলে তিনি মেয়র হন বলে জানান তিনি।

তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।