মাদারীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 06:05 PM
Updated : 6 Nov 2019, 06:05 PM

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার গাছবাড়িয়া কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে ওই শিক্ষার্থীর স্বজনরা জানান।

ঘটনার পর থেকে শিক্ষক ইউসুফ আলী পলাতক রয়েছেন। ইউসুফ আলী

গাছবাড়িয়া হাজী ইলিয়াস কওমী মাদ্রাসার শিক্ষক।

নিহত শিক্ষার্থীর চাচি রোকেয়া বেগম বলেন, লেখাপড়ায় অমনযোগী হওয়ায় গত রোববার জোড়া বেত দিয়ে আসিফকে পিটুনি দেন শিক্ষক ইউসুফ আলী। পরে ভয়ে আবাসিক হোস্টেল থেকে ওইদিনই পালিয়ে আসে আসিফ। পরিবারের লোকজন মঙ্গলবার বিকালে আসিফকে বুঝিয়ে শুনিয়ে পুনরায় মাদ্রাসায় দিয়ে আসে।

“এরপর ইউসুফ আলী বুধবার বিকালেও একই কারণে বেত দিয়ে বেদম মারধর করলে আসিফ অচেতন হয়ে মাটিতে পড়ে।”

আসিফের বাবা আনোয়ার মাতুব্বর বলেন, “আমার ছেলেকে মানুষ করার জন্য মাদ্রাসায় পাঠিয়েছি। কিন্তু হুজুর আমার ছেলেকে মেরে ফেলে মুখে বিষ ঢেলে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।”

মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, “খবর পেয়ে আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি এবং ওই মাদ্রাসায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আমরা এ ঘটনায় নানা ধরনের অভিযোগ মৌখিক শুনেছি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি শিক্ষকের বেতর আঘাতে ওই ছাত্র অভিমান করে বিষাক্ত কিছু পান করেছে। পরে হাসপাতালে আনার পরেই তার মৃত্যু হয়।”

ওসি আরও জানান, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অপর শিক্ষক আবুল হাসান খানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পাশাপাশি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”