শরীয়তপুরে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

শরীয়তপুরের পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 03:49 PM
Updated : 6 Nov 2019, 03:49 PM

বুধবার বেলা ২টার দিকে পাসপোর্ট ফরম জমা দেওয়ার সময় তাকে আটক করা হয় বলে পালং থানার এসআই রবিউল ইসলাম জানিয়েছেন।

শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের উপ-পরিচালক শেখ মাহাবুর রহমান বলেন, আটক নারীর ছদ্মনাম শাহিদা আক্তার। মিয়ানমারে তিনি সুখতারা নামে পরিচিত।

“শাহিদা জাজিরা উপজেলার পালেরচর গ্রামের বাবুল ফকিরের স্ত্রী পরিচয়ে পাসপোর্ট করতে আসেন। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ডিজিএফআই এবং এনএসআই সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে দেয়।”

এ সময় বাবুল ফকির তার সঙ্গে থাকলেও তিনি পালিয়ে যান বলে পাসপোর্ট কর্মকর্তা মাহবুবের ভাষ্য।

এসআই রবিউল বলেন, আটক নারীর বিষয়ে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটকৃত রোহিঙ্গা নারী সাংবাদিকদের বলেন, বাবুল ফকিরের সঙ্গে তার চট্টগ্রামে দেখা হয়।

“বাবুল আমাকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে শরীয়তপুর নিয়ে আসেন। সব কাগজপত্র বাবুল প্রস্তুত করেন। তার স্ত্রী পরিচয়ে আমাকে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে নিয়ে আসেন।”