ডেঙ্গুতে বরিশাল মেডিকেলে নারীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 11:15 AM
Updated : 6 Nov 2019, 11:15 AM

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মনিজা আক্তার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী গ্রামের বাসিন্দা।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার দুপুরে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয় মনিজা আক্তারকে।

“তিনি নিজ গ্রামে বসেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। মেডিকেলে ভর্তির ৫ দিন পর তার মৃত্যু হয়েছে।”

এ নিয়ে বরিশাল মেডিকেলে ডেঙ্গু জ্বরে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই মেডিকেলে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৪ জন।