পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে প্রাণদণ্ড

পিরোজপুরে তিন বছর আগে আসমা বেগম নামের এক নারীকে গলাকেটে হত্যার দায়ে তার স্বামীকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 10:08 AM
Updated : 6 Nov 2019, 10:08 AM

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রেজাউল মোড়ল (৪০) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের মো. আব্দুল কাশেমের ছেলে।

মামলার বরাতে বাদীপক্ষের আইনজীবী মো. আলাউদ্দিন জানান, পিরোজপুরে শহরের মাছিমপুরের বলাকা ক্লাব সংলগ্ন গাজীবাড়ি রোড়ের একটি বাড়িতে স্ত্রী আসমাকে নিয়ে থাকতেন রেজাউল। আসমা স্থানীয় খালকাটা শ্রমিকের কাজ করতেন।

গত ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে রেজাউল ও আসমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে আলমগীর নামের এক শ্রমিক তাদের ঘরে খাবার খেতে গিয়ে মেজেতে রক্তাক্ত অবস্থায় আসমার লাশ পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে আসমার গলাকাটা লাশ উদ্ধার করে।

মামলার বিবরণে আরও বলা হয়, পারিবারিক নানা বিষয় নিয়ে রেজাউলের সঙ্গে প্রায়ই আসমার ঝগড়া হতো। এর জেরে আসমাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় রেজাউল।

এ ঘটনায় নিহতের বাবা মো. শাহজাহান মোড়ল বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।