কুষ্টিয়ায় দুই মামলায় ৪ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের আর মানব পাচার মামলায় একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 09:54 AM
Updated : 5 Nov 2019, 09:55 AM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এবং নারী ও শিশুনির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান মঙ্গলবার এসব রায় ঘোষণা করেন।

মাদক মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার মজমপুরের আজাহার আলীর ছেলে মহিরুল ওরফে মহিদুল (৫০), মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শিশির ওরফে নাহিদ (৩৫) ও ফজল মণ্ডলের ছেলে কাজল (৩০)।

এছাড়া এমামলায় মহিদুলের স্ত্রী রানী খাতুন (৩০) ও পলাতক আসামি কাজীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হাসানকে পাচঁ বছরের দণ্ড দিয়েছে আদালত।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি র‌্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেন্সিডিল ও ১৩৯০টি ইয়াবা উদ্ধারের মামলায় আদালত এই রায় দিয়েছে বলে জানিয়েছেন পিপি অনুপ কুমার নন্দী।

আর মানব পাচারের পৃথক এক মামলায় যাবজ্জীবন প্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার চামনাই আল্লারদর্গা গ্রামের বাদল মণ্ডলের ছেলে মো. সেলিম রেজা (৩৮)। তাকে এক লাখ টাকা জরিমানাও করেছে আদালত।