নরসিংদীতে ‘পুলিশ পরিচয়ে’ ৫টি স্বর্ণের দোকানে ডাকাতি

নরসিংদীতে পুলিশ পরিচয়ে পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের পিটুনিতে দুইজন আহত হয়েছেন।  

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 09:49 AM
Updated : 5 Nov 2019, 09:58 AM

পলাশ উপজেলার ঘোড়াশাল স্বর্ণপট্টিতে সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পলাশ মডেল থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান।

স্বর্ণ ব্যবসায়ীদের বরাতে ওসি বলে, শীতলক্ষ্যা নদী দিয়ে স্পিড বোটে করে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ঘটনাস্থলে হামলা করে।

এ সময় বাজারের নিরাপত্তা রক্ষীদের কাছে তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। এক পর্যায়ে তারা নিরাপত্তারক্ষীদের বেঁধে ফেলে।

“এরপর ডাকাতরা পরপর পাঁচটি স্বর্নের দোকানের তালা ভেঙ্গে ভেতরে থাকা ১০৯ ভরি স্বর্ণালংঙ্কার, ৫০০ ভরি রুপার অংলঙ্কার ও নগদ ১৮ লাখ টাকা লুট করে নেয়।”

এ সময় এতে বাধা দিতে গেলে ডাকাতরা দুইজনকে পিটিয়ে গুরুত্বর আহত করে বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।