লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পুলিশ ‘তুলে নিয়ে গেছে’ বলে অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 06:50 AM
Updated : 5 Nov 2019, 07:23 AM

স্বজন ও স্থানীয়রা বলছেন, উপজেলার পশ্চিম দত্তপাড়া গ্রামের আঁনার দীঘিরপাড় এলাকা থেকে শনিবার সাদা পোশাকে পুলিশ শাহজাহানকে ‘তুলে নিয়ে যায়’। তবে পুলিশ তাকে আটকের কথা অস্বীকার করেছে।  

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন জানান, শাহজাহান সদরের দত্তপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম-আহ্বায়ক।

খোরশেদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, গত শনিবার পশ্চিম দত্তপাড়া গ্রামের আঁনার দীঘিরপাড় এলাকায় স্থানীয় মানিকের দোকানে বসে ছিলেন শাহজাহান। এ সময় দুটি মোটর সাইকেলে করে চারজন অস্ত্রধারী লোক এসে পুলিশ বলে পরিচয় দেয়।

“এক পর্যায়ে তারা শাহজাহানকে টেনে-হিঁচড়ে একটি মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। কেউ কোনো কথা বললে প্রাণনাশেরও হুমকি দেয় তারা।” 

মোটর সাইকেল আরোহী অস্ত্রধারী ওই চারজনের মধ্যে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির- কন্সটেবল মুন্সি কিবরিয়া ও পুলিশের এসআই মুজিবরকে চিনতে পেরেছেন বলে স্থানীয় আলম, পেয়ারা বেগমসহ আরও কয়েকজন দাবি করেন।

শাহজাহানের বাবা আলী আহম্মদ বলেন, “শাহজাহানের খোঁজে ওইদিন রাতেই তারা দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে গেলে তাদের সঙ্গে পুলিশ ‘অসৌজন্যমূলক’ আচরণ করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে কন্সটেবল মুন্সি কিবরিয়া বলেন, “শাজাহানের আটকের বিষয়ে আমি কিছু জানি না।”     

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মাখন রায় শাহজাহানকে আটকের খবর শুনেছেন বলে জানালেও এ ঘটনায় কে বা কারা জড়িত তা তিনি জানেন না বলে দাবি করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আনোয়ার হোসেন বলেন, “দত্তপাড়া পুলিশ ওই নামে কাউকে আটক করেনি। এখন তো অনেকে নিজে নিজে নিখোঁজ থাকে।”

আর এসআই মুজিবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।