ফেনীতে দুই পরিবারের সব সদস্যকে অজ্ঞান করে মালপত্র লুট

ফেনীর দাগনভূঞা উপজেলায় খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দুই পরিবারের আটজনকে অজ্ঞান করে মালপত্র লুট করার অভিযোগ উঠেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 02:35 PM
Updated : 4 Nov 2019, 02:35 PM

দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার জানান, বারাহিগুনী গ্রামের মুজিবুর রহমান ও স্বপ্না বেগমের বাড়ির এ ঘটনায় অসুস্থ সবাইকে সোমবার দুপুরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থদের মধ্যে রয়েছেন মুজিবর পরিবারের পাঁচ সদস্য ও স্বপ্নার পরিবারের তিন সদস্য। দুই পরিবারের সব সদস্য অজ্ঞান থাকায় লুট হওয়া মালপত্রের পরিমাণ জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার অনেক বেলা হয়ে গেলে দুই পরিবারের সদস্যদের সাড়া না পেয়ে তারা গিয়ে দরজা খোলা ঘরে তাদের অজ্ঞান দেখতে পান।

হাপাতালের চিকিৎসক জামাল উদ্দিন বলেন, “খাবারে নেশাজাতীয় কিছু মিশিয়ে তাদের অজ্ঞান করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হতে দু-এক দিন সময় লাগতে পারে।”

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আসলাম বলেন, “দুটি ঘরে থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। অসুস্থরা সুস্থ হলে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”