হত্যা মামলায় জয়পুরহাটে এক ইউপি চেয়ারম্যান কারাগারে

জয়পুরহাটে রেজোয়ান হত্যা মামলায় পুরানাপৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 10:44 AM
Updated : 4 Nov 2019, 10:44 AM

সোমবার দুপুরে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানিয়েছেন।

কারগারে প্রেরণের নির্দেশপ্রাপ্ত সদর উপজেলার পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত (৪১) জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকও।

অন্য আসামিরা হলেন, ওই চেয়ারম্যানের ছোট ভাই মোহসিন আলী (৩০) এবং বড়তাজপুর গ্রামের হাজীপাড়ার নজীর উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪৯)।

গত ২২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার বড়তাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রেজুয়ানকে হত্যা করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে মামলার বিবরণে বলা হয়েছে।

হত্যার দুইদিন পর নিহতের মা রোজিনা বেগম বাদী হয়ে পুরানাপৈল ইউপি চেয়ারম্যানসহ ১০ জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় ওই তিনজন হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

এ হত্যাকাণ্ডের পর রেজোয়ানকে ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকার কথা জানিয়েছিল পুলিশ।