কুষ্টিয়ায় কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় আট বছর আগে কৃষক মহির হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 10:24 AM
Updated : 3 Nov 2019, 10:34 AM

রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আব্দুল মান্নান মিরপুর উপজেলার কেউপুর গ্রামের আতাবুদ্দিনের ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ১০ জুন দুপুরে ছাগল গাছ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মহির উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় আব্দুল মান্নান একটি লোহার রড দিয়ে মহিরের মাথায় আঘাত করলে তিনি আহত হন।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মহিরের মামা সামসুদ্দিন বাদি হয়ে দুই আসামির নাম উল্লেখ করে মিরপুর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১১ সালের ৩১ ডিসেম্বর আব্দুল মান্নানকে আসামি করে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।