সিলেটে মুদি দোকানি হত্যায় ৩ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথে সাত বছর আগে ফুল মিয়া নামে এক মুদি দোকানিকে হত্যা মামলায় এক ইউপি সদস্যসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 09:03 AM
Updated : 3 Nov 2019, 09:07 AM

রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য দুদু মিয়া, বিশ্বনাথের মুছেধর গ্রামের তেরা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ ও সুনামগঞ্জের চণ্ডিপুর গ্রামের জগত চন্দ্র দাসের ছেলে জয়ন্ত দাস।

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালে ২৭ জানুয়ারি রাতে বিশ্বনাথ উপজেলার মুছেধর গ্রামের মাসুক মিয়ার ছেলে মুদি দোকানদার ফুল মিয়াকে তার দোকানে ঢুকে দুদু মিয়া ও তার চার সহযোগী ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ফুল মিয়ার বাবা বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ৩১ মে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন জানান, মামলা চলাকালীন আসামি হেলাল উদ্দিন মারা যাওয়ায় এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় জামাল উদ্দিন নামের আরেক আসামিকে খালাস দেওয়া হয়।