মাদ্রাসার বিরুদ্ধে পরীক্ষার্থী ভাড়া করার অভিযোগ, ৭ দিনের দণ্ড

নওগাঁয় একটি মাদ্রাসার বিরুদ্ধে পরীক্ষার্থী ভাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাড়া করা এক পরীক্ষার্থীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 12:08 PM
Updated : 2 Nov 2019, 02:33 PM

জেলার সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী জানান, জয়দেবপুর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এই কাণ্ড করেছে।

শনিবার সারা দেশের একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। সকালে সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।

পরীক্ষার্থী বলেন, “জয়দেবপুর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের পরীক্ষার্থীর সংখ্যা বাড়াতে আমাকে ভাড়া করে।”

এই পরীক্ষার্থী সাপাহার সরকারি ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক পড়ছে। জয়দেবপুর শুঁটকিডাঙ্গা গ্রামে তার বাড়ি।

ইউএনও কল্যাণ চৌধুরী বলেন, “এই পরীক্ষার্থী ও মাদ্রাসা কর্তৃপক্ষ উভয়ই অপরাধী। পরীক্ষার্থীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”