জামালপুরে কুকুরের কামড়ে আহত ২৬

জামালপুর শহরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৬ জন আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2019, 03:18 PM
Updated : 1 Nov 2019, 03:18 PM

জামালপুর সদর হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, শুক্রবার সকাল থেকে তাদের হাসপাতালে কুকুরের কামড়ে আহতরা আসছেন।

“সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত আমরা ২৬ জন রোগী পেয়েছি। তাদের মধ্যে ১৬ জন শিশু ও ১০ জন প্রাপ্তবয়স্ক। সন্ধ্যায়ও রোগী আসছে।”

হাসপাতালে ভ্যাকসিন না থাকায় রোগীরা বাইরে থেকে সংগ্রহ করছেন বলে তিনি জানান।

তিনি বলেন, আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এই খবর সংগ্রহ করতে গিয়ে কুকুরের কামড়ে আহত হয়েছেন পূর্ব-পশ্চিম ডটকম নামে একটি ওয়েবসাইটের জামালপুর প্রতিনিধি মেহেদী হাসান।

হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ না হওয়া পর্যন্ত জামালপুর সদর আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেন নিজ উদ্যোগে ভ্যাকসিন সরবরাহ করবেন বলে জানিয়েছেন।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা কুকুরে কামড়ানো চার রোগীকে ভ্যাকসিন কিনে দিয়েছেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।