নরসিংদীতে জালিয়াতির মামলায় আ. লীগ নেতা আতাউর গ্রেপ্তার

নরসিংদীতে জালিয়াতি ও প্রতারণার মামলায় আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2019, 12:47 PM
Updated : 1 Nov 2019, 01:05 PM
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর নিজেকে সুইডেন আওয়ামী লীগের সভাপতি বলে দাবি করেছেন।

“তাকে জালিয়াতি ও প্রতারণা মামলায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।”

তবে নির্দিষ্ট কোনো প্রতারণার ঘটনার কথা পুলিশ বলেনি।

নরসিংদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, সিআইডি আতাউরকে ধরার পর থানায় দেয়। তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে পাঠানোর পর সিআইডি তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে। রোববার শুনানি শেষে আদালত আদেশ দেবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।