আ.লীগের দু’পক্ষ সমাবেশ ডাকায় কামারখাড়ায় ১৪৪ ধারা জারি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2019, 06:01 AM
Updated : 1 Nov 2019, 11:08 AM

কামারখাড়া ইউনিয়নের কামরখাড়া এলাকায় সমাবেশ স্থলের আশেপাশের এলাকায় শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকতে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান।

ইউএনও বলেন, কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ওয়ার্ড কমিটি ঘোষণার পক্ষে কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আমীর হোসেন অবস্থান নিলেও সহ-সভাপতি আনিছ হালদার বিপক্ষে ছিলেন।

“এ নিয়ে উভয় পক্ষ শুক্রবার একই স্থানে সমাবেশ ডাকে।তাই সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি এবং রাজনৈতিক সব কর্মসূচি স্থগিত করা করা হয়েছে।”

পামাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান হাসিনা।