রাজশাহীতে ছড়াচ্ছে গরুর লাম্পি স্কিন রোগ, নেই প্রতিষেধক

রাজশাহীর ছয় উপজেলায় গরু-মহিষের সংক্রামক রোগ লাম্পি স্কিন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে পশুসম্পদ দপ্তর জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 12:18 PM
Updated : 31 Oct 2019, 12:18 PM

জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক কল্যাণ কুমার ফৌজদার বলেন, “জেলার নয় জেলার মধ্যে ছয়টিতে লাম্পি স্কিনে দেড় হাজারের বেশি পশু আক্রান্ত হয়েছে। এছাড়া পাশের জেলাগুলোতেও এ রোগ ছড়িয়ে পড়েছে বলে আমরা শুনেছি।”

রোগটি সম্পর্কে চারঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নাজনিন নাহার বলেন, প্রথমে পশুর শরীরে বিভিন্ন স্থান ফুলে যায়। পরে সেখানে মারাত্মক ক্ষত হয়। ক্ষতস্থান থেকে চামড়া ও মাংস পচে নিস্তেজ হয়ে পড়ছে আক্রান্ত পশু।

“কিন্তু রোগটি সম্পর্কে কৃষক ও খামারিদের ধারণা নেই। এছাড়া এর কোনো প্রতিষেধক না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।”

কল্যাণ কুমার বলেন, রোগটি মশা-মাছি থেকে ছড়ায়। তাছাড়া এ রোগে আক্রান্ত পশুকে দেওয়া সিরিঞ্জ দিয়ে অন্য পশুকে ইনজেকশন দিলেও তা থেকে রোগটি ছড়ায়।

রোগটি নিয়ন্ত্রণে রাখতে তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন জানিয়ে বলেন, ইতোমধ্যেই আক্রান্ত এলাকাগুলোয় সচেতনতা বাড়ানোর জন্য তাদের মাঠপর্যায়ের কর্মীরা কাজ করছেন। খামার ও পশুর থাকার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

রাজশাহীতে প্রায় পাঁচ লাখ গরু-মহিষ রয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা কল্যাণ কুমার।