নাটোরে ‘উত্ত্যক্ত্যের প্রতিবাদ করায়’ ২ জনকে হাতুড়িপেটা, আটক ১

নাটোরে মেয়েদের উত্ত্যক্ত্যের প্রতিবাদ করায় দুই কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 11:49 AM
Updated : 31 Oct 2019, 11:49 AM

নলডাঙ্গা থানার পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, পুলিশ অভিযোগ পেয়ে হাসিব (২২) নামে এই তরুণকে আটক করে। বৃস্পতিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

হাসিব  জেলার নলডাঙ্গা উপজেলার সূর্যবাড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পরিদর্শক উজ্জ্বল প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, বুধবার রাতে উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামি জালসা হয়। সেখানে আশপাশের গ্রাম থেকে স্কুলছাত্রীসহ বিভিন্ন বয়সের নারীরা যান। পথে হাসিবসহ কয়েকজন তাদের উত্ত্যক্ত করলে দুই কলেজছাত্র এর প্রতিবাদ করেন।

“প্রতিবাদ করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের আহত করেন হাসিব ও তার সহযোগীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়।”

এ ঘটনায় পুলিশ হাসিবকে আটক করে বৃস্পতিবার আদালতের নির্দেশে কারাগারে পাঠায় বলে তিনি জানান।