আত্মসাতের মামলায় কক্সবাজারে ইউপি চেয়ারম্যন গ্রেপ্তার

ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের এক সচিবকে গ্রেপ্তার করেছে দুদক।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 07:48 AM
Updated : 31 Oct 2019, 07:55 AM

কক্সবাজার আদালত চত্ত্বর থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান। 

এরা হলেন- বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আজিজ ও বর্তমানে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সচিব সচিব রিয়াজুল হক।

রিয়াজ উদ্দিন বলেন, “ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ইউপি চেয়ারম্যান মৌলানা আজিজ ও এই পরিষদের তৎকালীন সচিব রিয়াজুল হক ৩৫ লাখ টাকা আত্মসাত করেছেন বলে সম্প্রতি স্থানীয় লোকজন দুদকের কাছে অভিযোগ জানায়।”    

পরে তদন্ত করতে গিয়ে অভিযোগের সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করে দুদক।পরে দুদকের গোয়েন্দা দল অভিযান চালিয়ে ওই মামলায় আজিজ ও রিয়াজুলকে গ্রেপ্তার বলে জানান রিয়াজ।  

আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে দুদকের এ কর্মকর্তা জানান।