বেনা‌পোল ৪৯টি স্ব‌র্ণের বারসহ একজন আটক

ভারতে পাচারের সময় যশোরের ‌বেনা‌পোল সীমান্ত থেকে ৪৯টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 05:35 AM
Updated : 31 Oct 2019, 05:35 AM

বৃহস্পতিবার সকালে বেনাপোলের সাদিপুর বেলতলা মোড় থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল সে‌লিম রেজা জানান।

আটক মোমিন চৌধুরীর (৬০) বাড়ি বেনাপোলের সাদিপুর গ্রামে।

বি‌জি‌বি কর্মকর্তা সে‌লিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব‌লেন, স্বর্ণ পাচারের গোপন সংবাদে বিজিবির টহলদল ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় বেনাপোল থেকে বাইসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে মোমিনকে আটক করা হয়।

“পরে তার শরীরে তল্লাশি চালানো হলে লুঙ্গির সঙ্গে কোমরে প্যাঁচানো অবস্থায় ৪৯টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ৩ দশমিক ৮২ কে‌জি এবং বাজারমূল্য আনুমানিক এক কোটি ৯১ লাখ টাকা।”

উদ্ধার করা স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান সেলিম জানান।