ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে চাচা ও ভাতিজার মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে ধান ক্ষেতে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 07:39 PM
Updated : 30 Oct 2019, 07:39 PM

উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর কাতলির বিলে পলো দিয়ে মাছ শিকারে গিয়ে বুধবার মধ্যরাতে প্রাণ হারান তারা।

নিহতরা হলেন পুর্ব দামোদরপুর গ্রামের ছফুর উদ্দিনের ছেলে আইজল মিয়া (৪০) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে উজ্জল মিয়া (১৩)।

তাদের সঙ্গী একই গ্রামের হবিবর মিয়া ছেলে হারুন মিয়া (৪৫) আহত হয়েছেন। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীন জানান, আইজল মিয়া তার ভাতিজা উজ্জলসহ হারুন মিয়ার সঙ্গে বাড়ির পাশে কাতলির বিলে মাছ শিকারে যান।

“একই গ্রামের ফুল মিয়া ওই বিলের তার ধান ক্ষেতে ইঁদুর মারতে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি ফাঁদ পেতে রাখেন। বিষয়টি মাছ শিকারিদের জানা ছিল না। মাছ ধরতে ধরতে তারা ওই ইদুর মারা ফাঁদে এসে পড়ে।”

আইজল মিয়া ও তার ভাতিজা উজ্জল ঘটনাস্থলেই মারা যান। হারুনের চিৎকারে গ্রামবাসী গিয়ে তাকে উদ্ধার করে।