পিরোজপুরে স্ত্রী-মেয়েকে হত্যার দায়ে ফাঁসির রায়

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 12:45 PM
Updated : 30 Oct 2019, 12:45 PM

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক বুধবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকার জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত সিরাজুল হক আকন (৫০) উপজেলার উত্তর মিরুখালী গ্রামের জবেদ আলী আকনের ছেলে। সিরাজুল পলাতক রয়েছেন।

ওই আদালতের পিপি গোলাম রব্বানী মামলার নথির বরাতে জানান, ২০০৩ সালের ৯ নভেম্বর সিরাজুল তার স্ত্রী নাজমা আক্তার (৩০) ও ছয় মাসের মেয়ে রাবেয়া আক্তার মিষ্টিকে কুপিয়ে হত্যা করেন।

“নাজমার তিন কাঠা জমি সিরাজুল বিদেশ যাওয়ার জন্য বিক্রি করতে চাইলে এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে সিরাজুল এই হত্যাকাণ্ড ঘটান।”

পিপি গোলাম বলেন, এ মামলায় মোট ১৩ জনের সাক্ষ্য নিয়ে আদালত সিরাজুলকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দিয়েছে। পলাতক সিরাজুল আটকের দিন থেকে রায় কার্যকর হবে।