এবার অর্ধেক ধান অর্ধেক চাল কেনা হবে: খাদ্যমন্ত্রী

এবার আমন মৌসুমে মোট লক্ষ্যমাত্রার অর্ধেক ধান আর অর্ধেক চাল কেনা হবে বলে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার জানিয়েছেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 10:28 AM
Updated : 30 Oct 2019, 10:58 AM

বুধবার দিনাজপুরে আসন্ন আমন সংগ্রহ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে বোরো মৌসুমের চেয়ে আমন মৌসুমে বেশি কেনা হবে। যতটুকু কেনা হবে সেটা ৫০ ভাগ ধান ও ৫০ ভাগ চাল কেনা হবে।”

তবে এ বছর কী পরিমাণ আমন কেনা হবে তা বলেননি মন্ত্রী।

এর আগে বোরো মৌসুমে চাল নয় লাখ টন আর ধান দেড় লাখ টন কেনা হবে বলে মন্ত্রী সাধনচন্দ্র জানিয়েছিলেন। তবে ধানের দাম কমে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার ১৫ লাখ টনের বেশি ধান-চাল সংগ্রহ করে।

এদিকে চাল রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে বুধবার দিনাজপুরের এ সভায় জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, “১০ লাখ মেট্রিক টন চাল রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ইতিমধ্যে পাঁচ লাখ মেট্রিক টন রপ্তানির অনুমোদন দিয়েছে। ব্যবসায়ীরাও চাল রপ্তানি শুরু করেছেন।”

স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, মনোরঞ্জন শীল গোপাল, তাবাসসুম জুঁই, জেলা খাদ্য নিয়ন্ত্রক আশ্রাফুজ্জামান, কৃষি বিভাগের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল, চালকল ব্যবসায়ীরা সভায় ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী দিনাজপুর সিএসডি এবং এলএসডি খাদ্যগুদাম পরিদর্শন করেন।