চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালানের দায়ে ১৪ বছর দণ্ড

চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় এক ব্যক্তির ১৪ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2019, 12:19 PM
Updated : 29 Oct 2019, 12:19 PM

চুয়াডাঙ্গার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহা. রবিউল ইসলাম মঙ্গলবারিআসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত ইদ্রিস আলী (৪০) যশোরের খলসি গ্রামের মৃত সবুর আলী গাজির ছেলে। তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বেলাল হোসেন বলেন, ইদ্রিস আলীকে গত বছরের ২ জুলাই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাজার এলাকা থেকে আটক করে বিজিবি।

“পরে তার শরীর তল্লাশি করে ৮১৫ গ্রাম ওজনের সাতটি সোনার বার উদ্ধার করা হয়, যার মূল্য ৩৫ লাখ টাকা।”

পিপি বলেন, পরে এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে বিজিবি। এ মামলায় তদন্ত শেষে মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামল চন্দ্র সমাদ্দার গত বছরের ৩১ অগাস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।