কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় কিশোর নিহত

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় এক কিশোর নিহত হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2019, 11:42 AM
Updated : 28 Oct 2019, 11:42 AM

বিজিবি ২২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সোমবার ভোরের দিকে আন্তর্জাতিক সীমানার জিরো পয়েন্টে বিএসএফ গুলি করলে এই কিশোর নিহত হয় বলে বিএসএফ স্বীকার করেছে।

নিহত আখেরুল শেখ (১৭) ভারতের দীঘলটারী গ্রামের মানিক শেখের ছেলে। লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে।

বিজিবি কর্মকর্তা হামিদ বলেন, ভোরের দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি এলাকায় ৯৭৫ নম্বর মেইন পিলারের সাব পিলার ৮ ও ৯ এর মাঝখানে জিরো পয়েন্টে আখেরুলের লাশ পড়ে ছিল। আর বাংলাদেশের অভ্যন্তরে নো-ম্যান্স ল্যান্ডে একটি বাছুর পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিল। এলাকাবাসী বিজিবি ক্যাস্পে খবর দিলে তাদের টহল দল ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারে।

“বিএসএফ গুলি করলে আখের নিহত হয় বলে বিএসএফ স্বীকার করেছে।”

এই কিশোর বাংলাদেশি না ভারতীয় এ নিয়ে প্রথমে সংশয় থাকলেও পরে বিএসএফ তাকে ভারতীয় বলে শনাক্ত করে।

বিজিবি ময়দান বিওপি কমান্ডার সুবেদার মো. রফিক বলেন, শনাক্ত করার পর ভারতীয় পুলিশ সকাল ১০টার দিকে কিশোরের লাশ নিয়ে গেছে। ঘটনার পর ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

ওই এলাকায় বাংলাদেশি কোনো কিশোর নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভুরুঙ্গমারী থানার ওসি ইমতিয়াজ কবির।

সীমান্ত এলাকায় দরিদ্র লোকজন প্রায়ই চোরাই পথে ভারতীয় গরু আনতে গিয়ে বিসএফের গুলিতে হতাহত হয়।