কক্সবাজারে ৮ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাছ ধরার ট্রলারে করে পাচারের সময় আট লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2019, 06:51 AM
Updated : 28 Oct 2019, 06:52 AM

র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক এলাকার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে রোববার ভোরে তাকে আটক করা হয়।

আটক জামাল হোসেন (২২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা সাদী বলেন, মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার বড় একটি চালান আসার খবরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে একটি মাছ ধরার ট্রলার সাগরের তীরে এসে দাঁড়ায়।পরে ট্রলার থেকে নেমে আসা ৫/৬ জন সন্দেহজনক লোককে র‌্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।

“কিন্তু তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ট্রলারে তল্লাশি করে একটি বস্তা থেকে আট ৮ লাখ ইয়াবা উদ্ধার করা হয।”

এ ঘটনায় মামলায় দায়ের এবং বাকিদের আটকের চেষ্টা চলছে বলে সাদী জানান।