চুয়াডাঙ্গায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৮

চুয়াডাঙ্গায় একটি লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের আট যাত্রী আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 04:14 PM
Updated : 27 Oct 2019, 04:14 PM

ভারত সীমান্তবর্তী দর্শনার জয়গনর চেকপোস্ট রেলগেটে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়নগর চেকপোস্টের ইনচার্জ এসআই রাশিদুল হাসান জানান।

আহতরা হলেন নাসিমা আখতার (৪৫), মিজানুর রহমান (২২), মইনুল হোসেন (৪২), আব্দুল হান্নান (৩৫), তরিকুল ইসলাম (২২), মো. হেলু (৫৫), ফাতেমা খাতুন (৭) ও ইয়াসিন আলী (৭)।

তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে।

এসআই রাশিদুল হাসান জানান, ভারত থেকে আসা গাংনি উপজেলার ৮/১০ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলগেট পার হচ্ছিল।

“এ সময় একটি খালি মালবাহী ট্রেন বাংলাদেশ থেকে ভারতের দিকে যাচ্ছিল। ওই ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি ছিটকে পাশের একটি গাছে ছিটকে পড়ে। এতে মাইক্রোবাসে থাকা আট যাত্রী আহত হন।”

আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির বলেন, আহতদের মধ্যে তিনজনের বুকের হাড় ভেঙে গেছে। বাকিদের আঘাত খুব বেশি গুরুতর নয়।