বরগুনায় স্বামী-সতীনের বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

বরগুনায় গৃহবধূকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগে স্বামী-সতীনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 01:13 PM
Updated : 27 Oct 2019, 01:13 PM

পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, নিহত মরিয়ম বেগম (৩২) উপজেলার রায়হানপুর গ্রামের কবির হোসেন তালুকদারের স্ত্রী। শনিবার রাতে তার বড় ছেলে হেলাল মামলাটি দায়ের করেন।

মামলায় হেলাল অভিযোগ করেছেন, তার মাকে শুক্রবার বেলা ১টার দিকে পরিকল্পিতভাবে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়। তারপর তাকে একটি গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। হত্যার পর কবির তার দ্বিতীয় স্ত্রী এলাচিকে নিয়ে আত্মীয়বাড়ি বেড়াতে যান।

ওসি শাহাবুদ্দিন বলেন, মামলায় নিহত মরিয়মের স্বামী কবির হোসেন, কবিরের দ্বিতীয় স্ত্রী এলাচি বেগম ও এলাচির প্রথম পক্ষের জামাতা সুজন মিয়াসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ কবিরকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।