নারায়ণগঞ্জে গ্রেপ্তারের পর ’বন্দুকযুদ্ধে’ একজন নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 05:20 AM
Updated : 27 Oct 2019, 05:20 AM

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার ভোরের দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ ছৈটকা (৩৫) উপজেলার জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।

ওসি নজরুল বলেন, শনিবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের জোকারদিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাঈদকে গ্রেপ্তার করে পুলিশ। তার নামে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় একাধিক মামলা রয়েছে।

“পুলিশ তাকে সঙ্গে নিয়ে অন্য ডাকাত সদস্যদের আটক করতে গেলে তার সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালায় এবং গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে সাঈদ নিহত হন।”

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।