কুষ্টিয়ায় দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কুষ্টিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2019, 12:33 PM
Updated : 26 Oct 2019, 12:33 PM

শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় দুর্ঘটনায় তিনি আহত হন। রাতে ঢাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহত ইউসুফ আলী মোল্লা সদর উপজেলার ৬ নম্বর জিয়ারখি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বেলঘরিয়া গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফ মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়।”

ঢাকায় স্কয়ার হাসপাতালে রাতে তার মৃত্যু হয় বলে ওসি জানান।

ওসি জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি পুলিশ উদ্ধার করলেও চালক পলাতক। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইউসুফ মোল্লাকে ভর্তি করে তাৎক্ষণিক মস্তিষ্কের রক্তক্ষরণজনিত শল্য চিকিৎসাসহ অন্যান্য জখমেরও চিকিৎসা দেওয়া হয়।

“কিন্তু ওই রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন হওয়ায় তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।”

ইউসুফ মোল্লার চাচাত ভাই নিজাম উদ্দিন মোল্লা বলেন, স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসারত অবস্থায় রাতে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।